যদি হয় জানতে কী কাজ করে আয়ন!
জানতে হবে আমাদের প্রাণ-রসায়ন,
যদি কেউ বলে জীবন নিয়ে লিখতে
তার আগে আমাদের বিজ্ঞান হবে শিখতে;
জটিল রাসায়নিক সব বিক্রিয়া করতে পারলে আয়ত্ত
উপলব্ধি করতে পারবো জীবনের সত্য,
জেনেটিক কোড,নিউক্লিওটাইড আর এটিপির মেলা
আণবিক জগৎ,ই.টি.এস,সাথে উৎসেচকের খেলা;
বিপাকে ভাঙে প্রোটিন, ভিটামিন, লিপিড, শর্করা
করছে যত কাজ কোষের সাইটোসল,মাইটোকনড্রিয়ারা,
চলছে ভাঙা-গড়া
ন্যূনতম জ্ঞান নিয়েই বানিয়ে দিলাম ছড়া;
অনেক কিছুই জানতে হবে, কত কী জানা বাকি!
ফাঁকে পড়বে জীবন প্রাণরসায়নে দিলে ফাঁকি।।