মাঝরাত্তির, অন্ধকার ঘর, শুয়ে আছি একা
ঠকঠক ঠকঠক হঠাৎ যেন কড়া নাড়ার শব্দ!
একি তবে নিশির ডাক,ভেবে বসলো মন বোকা।
নিঝুম রাত,ঝোড়ো হাওয়া,মেঘের গর্জন,
করে দিলো আমায় একেবারে জব্দ!
রাতবিরেতে আসেন তেনারা, ভূতের গল্পে পড়া
বিশ্বাস নেই, তবু নির্জনে একা রাতে আমি,
লাগে ভয়, কাঁপে বুক, শুনে হঠাৎ কড়া নড়া
ওযে ঝড়ের দাপট, বোঝেনা মন,
ভূতের পাল্লায় পড়ে দরদর করে ঘামি;
ঘাড়ের কাছে দীর্ঘশ্বাস,গল্পের বইতে পড়া অলীক কল্পনা
এই বুঝি ঘাড় মটকাবে,আঁতকে উঠি- মা... ঠিক পরেই..
সামলে নিই নিজেকে, ভূত বলে কিছু হয় না,
দিনে যদি মানুষ কাঁদে, রাতে আসে ভূত,
ভূত বলে কিছু নেই;
মানুষই ভূত বানায়, মানুষই ভূত ধরে
ভালো ভূত, পচা ভূত, মোচা ভূত সব ভূত চুপ,
কুচিন্তন-রটনা-অন্ধবিশ্বাসে মনে ভূত বাসা করে
শুধু রহস্যময় একটা রাত ছিলো,সকালের দুষ্টু সত্য
বুকের মধ্যে ওঠা ঝড় রাত কে দিয়ে দিলো এক ভূতের রূপ।।