নির্বাকেরা মরছে যত
ভয়াবহ মহামারীর মত,
ক্ষত যত এ সমাজে
মিটবে কি আর বেদ-নামাজে;
ক্ষোভের যত বহিঃপ্রকাশ
লাগিয়ে শুধু গলায় ফাঁস,
নিভলো ভগ্ন হৃদয় আলো
মরলে তুমি, কার কী হলো?
মৃত্যুতেই বিধির বিধান
কাড়লে প্রাণ, পেলে সমাধান?
দেশের কথা কি আর ভাবলে তুমি!
জয়ের পথে মানছে হার সত্যভূমি;
প্রতিবাদী হয়ে জাগতে হবে
সবে মিলে সবে,
মিথ্যেকে আর নয় প্রশ্রয়
দূর করো সব সমাজ ক্ষয়;
জ্ঞানই শক্তি, জ্ঞানেই বিপ্লব
বাঁচো, মুখরিত হোক জয়ের রব।।