মিষ্টি মেয়ে অনিন্দিতা, মিষ্টি নাম পেলে
স্বপ্ন তোমার আকাশ-ছোঁয়া, জীবন চলুক হেসে-খেলে,
জেনেটিক্সের সূত্রগুলোয় খুঁজছো তুমি বিবর্তন
মানুষের অভিব্যক্তিতে খুঁজছো নতুন সম্ভাবন;
তোমার চোখে ভবিষ্যৎ, স্বপ্ন পূরণের এক ছবি
জ্ঞান আর মেধার সংযোগে সাজাও নতুন রবি,
কবিতা জানে, কত সুন্দর! তোমার মনের ধরণ
মিষ্টি ভাষায় ছুঁয়ে যায় সে, সাজায় আচরণ;
আজকের এই শুভদিনে, থাকুক ভালো সব
শরীর-মন সুস্থ থাকুক, হাসির থাকুক রব,
স্বপ্ন যত তোমার আছে, সত্যি হোক শীঘ্রই
মিষ্টি মেয়ে এগিয়ে চলো, নতুন পথের বই।