সহপাঠিনী, হৃদয় সাথী, প্রিয় সখী তুমি
তোমায় পেয়ে গর্বে আজ তোমার জন্মভূমি,
পূর্ন হোক অভিলাষ, পরাণ খুলে বাঁচো
দিনান্তে জানবে তুমি, তোমার তুমি আছো;
তোমার সাহিত্য প্রেম, মনের কাব্যছন্দ
তুমি সুরের মাঝে এক রঙিন আনন্দ,
একরাশ শুভেচ্ছা জানাই তোমায়
তোমার অন্তরের ভালো সব তোমায় শুভ জন্মদিন জানায়;
আজকের দিনটা শুধু তোমার জন্য অমৃতা
মিষ্টি মেয়ে, হৃদয় তনয়া, কল্যাণময়ী, প্রিয় সূতা,
প্রিয় তুমি, অমৃতা, পথচলা হোক মধুর
স্বপ্ন সব সত্যি হোক, দুরাশা হোক দূর;
শুভ জন্মদিন, আনন্দে ভরুক মন
তোমার হাসিতে জমুক জীবন-কাব্যের রঙ।।