মা তুমি মা, ভালো থেকো
সুখ-দুঃখের অনুক্ষণে,
নিজেকে মা ভালো রেখো
থেকো সারাদিন চনমনে;
তুমি আমার নিজের তুমি
তোমায় আমি ভালোবাসি,
তুমিই আমার মাতৃভূমি
তোমার মুখে চাই যে হাসি;
তুমি শুধু ভালোবাসতে জানো
নেই কোনো চাওয়া পাওয়া,
মা বলো এমনটা কেন?
যন্ত্রণাতেও হেসে যাওয়া;
আমার কথাই ভাবো তুমি
শত স্নেহে ভরিয়ে রাখো,
হৃদয় জুড়ে তোমায় চুমি
আমার সুখেই সুখ দেখো;
মা তুমি মা অনেক ভালো
তোমার মুখের মিষ্টি হাসি,
তোমার ছোঁয়ায় হৃদয় আলো
নানা ছুতোয় দেখতে আসি;
মা তুমি সব পারো মা
সকল গুণকেই প্রণাম জানাই,
মা তুমি মা আমার উমা
তোমার মতোই হতে চাই;
মা তোমার কন্ঠস্বর
মধুর চেয়েও মধুর জানো,
মা তুমি সাজাও ঘর
মা তুমি এত ভালো কেন?
সবাই তোমায় দুঃখ দেয়
আমি দুঃখ নাশবো তোমার,
এক দিন ঠিক হবে রায়
মা তুমি শুধু আমার....