২১শে ফেব্রুয়ারির অশ্রুভেজা ইতিহাস বছর বছর আসে ফিরে
অনুষ্ঠান আয়োজন ভরে যায় এই দিনটি কে ঘিরে,
আর বারেবারে আমাদের করিয়ে দেয় স্মরণ
মাতৃভাষা কে ঘিরেই যে আমাদের জীবন;
চিন্তা শক্তি,কল্পনা শক্তির মূল উৎস,ব্যক্তিত্বের প্রকাশ
সর্বোপরি মানব জাতির বিকাশ,
সবই মাতৃভাষা কে ঘিরে
মাতৃভাষা কে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়ে...
মানুষ আজ মানুষ হয়ে উঠেছে
মানব হৃদয়ে আজ ফুল ফুটেছে;
মাতৃভাষা রক্ষার্থে বীর শহিদের আত্মবলিদান!
নিরলস প্রচেষ্টার মাধ্যমে অবশেষে প্রতিষ্ঠা লাভ
আর সেই ভাষাকে আমরা অবহেলা করি,অপমান করি
মর্যাদা দিইনা,মনের ভাব প্রকাশ করি যে ভাষাতে
যে ভাষা দিয়ে আমাদের পথ চলা শুরু,
সেই ভাষাই আজ লুপ্ত থাকে মনে
মাঝে মধ্যে প্রকাশিত হওয়ার দিন গোনে;
ভাষা কে আবার শ্রেষ্ঠত্বের আসনে পোঁছে দিয়ে
চলোনা জীবনটা কে আবার নতুন করে শুরু করা যাক
আজ একুশের দিনে।