একটি আকাশ কাছে আমার
মিষ্টি পরীর মতো মেয়ে,
অন্য কিছু চাইনা আর
ভালোবাসাটা পেয়ে;
ছোট্ট সোনা আকাশপরী
ওকে নিয়ে ব্যস্ত আমি,
ওর সাথেই আনন্দ করি
মিষ্টি করে দেয় যে হামি;
এই বেশ ভালোই আছি
আমি আমার মেয়ের সাথে,
ওর জন্য সেরাটুকু বাছি
চলতে শেখাই আজকের পথে;
জানাই ওকে সবটা আমি
যেটা ওকে জানতে হবে,
এক আকাশ যোগ্য করবো আমি
ও নিজের পায়ে দাঁড়াবে ।।