[লওহে মাহফুজে লিখা]
রহমতের মাস রমজান
বরকতের মাস রমজান।
ঈমান হাসিলের মাস,
বিনয় অর্জনের মাস,
কিয়ামের মাস রমজান।
সব সময় সেজদা করো
সব সময় দরুদ পড়ো,
ইবাদাত যা করতে চাও করো।
রমজান বরকতের মাস
রমজান ঈমান হাসিলের মাস।
সিয়ামের মাস, কিয়ামের মাস,
হুযুরের মিদহাতের মাস,
নূরের বারিষের মাস।
যার কেউ নাই তার জন্য
রহমতে এলাহী আছে।
ক্ষুধার্তকে খাদ্য দাও
তৃষ্ণার্তকে পানি পান করাও।
মওলা, ও মওলা
তোমার রহমতের চৌরাস্তা খুলে দাও।
আমার দোয়া কবুল করো।
যে বিপথগামী হয়ে গেছে
তাকে সুপথে ফিরিয়ে আনো।
সবাইকে ক্ষমা করে দিয়ে
বেহেশতের ফুলশয্যা দাও।
Barkat e Ramzan OST in the voice of Singer: Rahat Fateh Ali Khan, May 27, 2017, Newsone Pk অবলম্বনে।
প্রথম প্রকাশঃ ২৫ এপ্রিল ২০২০। ১লা রমজান ১৪৪১।