সোনার বাংলায় এ কী বিশৃঙ্খলা,
স্রোতের মতন ছুটছে, ফুঁসছে,
... মানুষ।
এর চেয়ে তোমরা এসো, তলোয়ার নিয়ে,
আমায় দ্বিখণ্ডিত করো, সেও ঢের ভালো।
গণ্ডগোলে বুলেটবিদ্ধ হয়ে,
রাজপথ রক্তাক্ত করে,
যখন কেউ চলে যায় মৃত্যুর ওপারে,
তোমার কাছে তা একটি সংখ্যা মাত্র!
কিন্তু, কারও কাছে তাই পুরো পৃথিবী!
তাঁর চলে যাওয়ায় পুরো পৃথিবীতে
অন্ধকার নামে তার!
হোক সে তোমার অপ্রিয় অথবা প্রিয় কেহ,
কি বা আসে যায় তাতে তার  অনাথ পুত্রের
অথবা বিধবা স্ত্রীর?
যদিও সে বেঁচে থাকে অনন্ত হয়ে,
... মহাকালে,
খবরের কাগজে, গল্পে অথবা কবিতায়,
ঘৃণার অক্ষরে বা জলে ভেজা স্মৃতির পাতায়?

এপ্রিল ১, ২০২১