আমারে খুঁজিও তুমি প্রভাত আলোয়
রাত-জাগা আঁখি পাতে আঁধার কালোয়
আকাশের নিভু নিভু তারার মেলায়
শীতের আড়ষ্ট ভোরে ঘন কুয়াশায়।
রূপালী নদীর স্রোত-গতিময়তায়
পাহাড়ী ঝর্ণার উচ্ছ্বল-চঞ্চলতায়।
ক্রমশঃ অপস্রিয়মাণ হেমন্ত দিনে
শত কোকিলের কণ্ঠের বসন্ত গানে।
মাতৃভূমির যে প্রেম প্রেরণা যোগায়
বিজয় উল্লাস ধ্বনি যা নেশা জাগায়
আমিও ছিলাম সেই মিছিলের সাথে
সবুজের মাঝে লালবৃত্ত ঝাণ্ডা হাতে
সহস্র বীরের দুর্গম অভিযাত্রায়
অর্গল ভাঙ্গার অবিচল প্রতিজ্ঞায়।