ভালোবাসার মানুষগুলি কেমন করে
যেন, ধীরে ধীরে পর হয়ে যায়!
মাঝ রাত্তিরে হৃদয়ে রক্তক্ষরণ হতে থাকে
চোখ থেকে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পরে।
আপনজনদের আমরণ কাছে ধরে রাখতে,
সবটুকু সামর্থ্য ঢেলে অবিরত চেষ্টা করে যাই
কিন্তু, সকল বাঁধন ছিঁড়ে ক্রমশই তাঁরা দূরে সরে যায়,
আমি অন্তহীন কষ্টের গহ্বরে নিমজ্জিত হতে থাকি।
আমার সাগরের তরঙ্গ সমান অনুক্ত কথাগুলি
বোবা কান্না হয়ে বাতাসে মিলিয়ে যায়
অক্ষমতার বেদনা আমার রাত্রির ঘুম কেড়ে নেয়।
কানাকড়িবিহীন আমি আমার হৃদয় ভরা ভালোবাসা।
তবু, রাত্রি আমায় প্রশ্ন করে, কেমন ভালোবাসা তোমার?
যে তুমি, প্রিয় মানুষকে কাছে ধরে রাখতে পারো না।
৩১ মার্চ ২০২১