দিবস না কাটে, যারে দেখার না পায়
যামিনী না যায়, কণ্ঠ-অমৃত শুধায়
সেই গেছে চলি, ফেলে তার কণ্ঠহার
চলে গেছে দূর নীহারিকার ওপার;
সূর্য উঠে তবু হেসে মলয় আলোয়
নীলমনিলতা দোলে দোদুল দোলায়।

পুরাতন ভুলে নিদাঘ দুপুর কালে
খুনসুটি করে পাখি কৃষ্ণলতা ডালে
শোকে মুহ্যমান, তার তরে হয়নি কেহ;
আগের মতই আছে প্রকৃতির দেহ;
যুগ যুগ ধরে হৃদয়ে গাঁথা মালার
সুবাস ছড়িয়ে আছে সবটুকু তার;
ঝিঁঝি পোকা সব মিহি সুর তোলে কানে
বিজন পাহাড়ী শিয়ালমুতার বনে।

চতুর্দশপদী, এপ্রিল ২০, ২০২৩।