আজকে খুশির বান ডেকেছে,
এলো আসমানী সওগাত;
রমজানের ওই রোজার শেষে,  
এলো খুশিরই নওবত।

গোশত পোলাও রাঁধছে রে ভাই,
ফিরনি, সেমাই আর কি চাই?
আতর, খোশবু গায়ে মেখে
দল বেঁধে সব ঈদগাহে যাই।
নামাজ পড়ে  দুহাত তুলে,
খোদার কাছে মন খুলে চাই।

সোনাদানা নাই তো কি,
আছে আসমানী সদাই;
রোজা রেখে পুণ্য লভে,
দিল হয়েছে রোশনাই।

(আজ) ঈদের খুশির বান ডেকেছে,
জোয়ান বুড়ো নাই
ঈদগাহে সব এক হয়েছে,
ধনী গরীব সবাই।

নতুন জামা-পাজামা পড়ে,
কামিস গায়ে, সালওয়ার পায়ে,
কেউ লেহেঙ্গা, উড়নি কাঁধে,
কেউ সেজেছে পাঞ্জাবী সাজে,
নতুন জুতো হোক বা না হোক,
খুশির কমতি নাই;
আজি ঈদের ভোজসভাতে,
বাজে আসমানী সানাই।

আছে যা তোর বাড়তি সামান,
নিঃস্ব জনরে বিলিয়ে দে ভাই,
ঈদের খুশি হবে পূর্ণ,
নবীর শিক্ষা তাই।