ঐ যে আঁকাবাঁকা উছল নদী
পাহাড়ী সঙ্কুল পথ বেয়ে
নেমে এসেছে সমভূমিতে,
জলসিঞ্চন করে চলে সে
সবুজ মাঠের ঘাসে, গাছে;
কিষান-কিষাণী নাইতে আসে;
গাঁয়ের বধূ যায় কলস কাঁখে;
সেই নদীটা আজ যাব ছেড়ে!

নিচু পাহাড়ের ঝোপ-ঝাড়ে
কয় জনে মিলে লুকোচুরি খেলে,
ঘরে ফিরেছি বেলা করে;
ঢুলু ঢুলু চোখে ঝিমিয়েছি বসে
মায়ের বকুনি খেয়ে;
সেই পাহাড়টা আজ যাব ছেড়ে!

তিল তিল করে শূন্য থেকে
গড়ে তুলেছি প্রিয় বাড়িটিকে
যেথা একলা থাকার দিনগুলিতে
কুঁকড়ে যেতাম ভয়ে মাঝ রাত্রিতে;
সেই বাড়িতে আজ সাজ সাজ রব;  
সারি সারি আলো, চেয়ার-টেবিল,
বই-পুস্তকে ঠাসা ঘরের দেয়াল;
সেই বাড়িটা আজ  যাব ছেড়ে!

পিচঢালা পথ গেছে দিগন্তে নেমে,
ছুটতাম সেথা হাওয়ায় উড়ে;
এক ধারে তার হাওরের জল,
ভেসে চলে তাতে পদ্ম-পানা;
আরেক ধারে ধানের ক্ষেত,
খড়ের গাদা, হাঁসের খামার;
ছবির মত হতো চোখের আড়াল;
সেই পথটুকু আজ যাব ছেড়ে!

নবীনের সাথে পুরাতন মিলে
বিদায় বেলায় অভিনন্দন দিলে
মায়ার বাঁধন জড়িয়ে গেলে
সেই বাঁধনটা আজ যাব ছেড়ে

23 June 2023