ছি ছি ও কি!
কবিতায় যা বলেছি,
তা এমনি বলেছি।
বাস্তবে তা কি সত্যি?
না, না, ও কি!
সে তো নাটকের
সংলাপে কয়েছি,
বাস্তবে নয় তা সত্যি!

সাম্যের বাণী দিয়াছে নজরুল,
গানের খাতায় তাহা নির্ভুল,
তাহা আনিব জীবনের পাতায়,
এতটা কি করিব ভুল?

জন্মেছি আমি ব্রাহ্মণ সমাজে
জগত আলো করিব,
তুমি জন্মেছ নমঃশূদ্র মাঝে
কেমনে আসিবে সমান কাতারে?
এতো আস্পর্ধা করিবে যদি
সমূলে উপাড়ি ফেলিব।
থাকিবে তুমি সদা মোর পিছে
আমার সমানে আসিবে সে মিছে
শূদ্র হইয়া যখন জন্মেছ,
কেন এ দুরাশা মনে পোষো?

৪ঠা জুন ২০২২।