আমি চিরদিন তোমাতে বিহারী
তোমারই প্রেমে পরম শিহরি।
যেমত গভীর সমুদ্র চুনিয়া
কটিতে বাঁধি মুক্তা আনে, ডুবুরি।
নবকান্ত কুন্তল স্নিগ্ধ মধুর
সুবাসিত তনু মলয় বিধুর,
স্বপন মাঝারে দিনগুলি মোর
চমকিত করি আপনা বিভোর;
ধুলিধুসর পথ পদ-চঞ্চল
কিঙ্কিণী সুরে হৃদয় ব্যাকুল;
মনের দুয়ারের খিড়কি খুলি
থাকি আমি সদা আপনারে ভুলি;
সুদূর গগন গহীন বিচরি
আমি তোমাতেই আপনা বিহারী।
----------- ২৫-০২-২০২৫