সাড়াশব্দহীন দুপুর রোদের মতো তোমার ভালোবাসা,
দূর মেঘেরা ঠিকরে ওঠে আকাশে।
আমি চোখ বুজে রই তোমার বুকে,
আর কিচ্ছু বুঝি না।
আর কিছুই বুঝি না, কিভাবে নদীতে বাড়ে জল?
কেন জনতা ঘরবন্দী,
জানি না কিভাবে দিন কেটে যায়
অথবা দূষণের পরিমাণ কি!!
কপোত মন ঘুরে বেড়ায়, উড়ে বেড়ায়
অট্টালিকায়।
আর প্রেমীদের খু্ঁজতে থাকে,
জানালা বা বারান্দায়।