চেনা শহরের,
প্রাণের অস্তিত্ব খোঁজে আমি।
যতদূর দৃষ্টি...
ইঁট, সিমেন্টের দানব।
শুধু ইঁট এর উপর ইঁট।
ইলেক্ট্রিসিটির তার, আর ধোঁয়াশায়,
আকাশ অপরিচ্ছন্ন।
উজ্জ্বল আলোকমালা গুলো কী পারে, ম্যান হোল্ কে আলোকিত করতে?
গঙ্গার শাখানদী টি কি আজও আকবরের পিপাসা নিবারণ কে সার্থক করে?
দু একটা কাক, চিল ও শালিক পাখিদের বর্ণণা দেয় বটে।
আর সবুজ?
মাঝে মধ্যে, নরম হালকা গান,
ছন্দ কবিতা, চিত্তকে ঘেরাটোপ থেকে উড়িয়ে নিয়ে যেতে চায়।
কিন্তু এসবের অণুরণণ সভ্য ভব্য গাঁথনির দেওয়াল ভাঙ্গতে অক্ষম হয়।
থেকে যায় শুধু , ইঁট এর উপর ইঁট...
"এই শহরে দালানকোঠা উঁচু হয়,
মানবিক আবেগ নয়।
এই শহর দূষনে দূষনে হয় মরা লাশ,
তবু চারপাশে সার্থকতার উল্লাস।"
খুব সুন্দর বাস্তববাদী কবিতা উপহার দিলেন প্রিয় কবি বন্ধু।
আপনার জন্য অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধা।
ভালো থাকুন এবং সুস্থ থাকুন সম্মানিত বন্ধুবর।
হারিয়ে যাচ্ছে সবুজ কংক্রিটের আগ্রাসনে ।
খুব ভালো লাগলো ।