সকাল গুলো কাঁচের মতো,
স্বপ্নরা সব বুদ্ বুদ্।
শীতল হাওয়ায় মিষ্টি সুবাস,
দিনগুলো ঠিক অদ্ভুত।
প্রাণভরা এক জীবন আছে,
প্রতি মুহূর্তে, প্রতি লহমায়।
এমন দিনের পরশ কেমন?
সব কি মুখে বলা যায়?
পরের দিনের ঝড়ের কথা
ভেবেই যদি আকুল হই,
আজকে তবে বাঁচার মানে?
বাঁচার মতোন বাঁচবো কই?
ভেসে চলো, সাঁতরে চলো,
জয় করো সব অভিযান।
অনাবিল সুখ পাওয়ার খোঁজে,
ভুলো না যেন জীবনগান।
#কবিতা #বাংলাকবিতা #কবিতাপ্রেমী