মন গহনের রঙিন পাখির
ছোট্টো একটি ছানা,
বিধির নিয়ম মানবে বলে,
উড়িয়ে দিলো ডানা।
উড়তে গিয়ে কাক, শকুনে
করলো নাজেহাল,
রঙিন পালক পড়লো খসে
উড়ান হলো কাল।
পাতার মাঝে লুকিয়ে নিজে
উড়িয়ে পেলব পালকখানা,
মা'কে এই বার্তা দিতে
"বিপদে তোমার ছানা"।
পড়লো উড়ে পালকখানা
ঝরা পাতার মাঝে,
শুধালো, "তোরা, বলতে পারিস,
কোনখানে মা আছে?"
অমনি আসে দমকা বাতাস,
মুখ ফেরায় পাতার স্তূপ।
পালকখানা ভেসে চললো
রঙিন যে তার রূপ।
এমনি করে, অনেক দূরে
পালকটি উড়ে যায়,
খেলায় রত ফুটফুটে মেয়ে,
সেটি বাগানে কুড়িয়ে পায়।
চললো ছুটে, ফুটফুটে মেয়ে,
রঙিন পালক ধরে,
দেখাবে মা'কে নতুন জিনিস
খেলবে না হয় পরে।
পালক ভাবে, যা হোক তবে,
পেলো মায়ের খোঁজ।
বলবে এখন মা'কে
তোমার ছোট্টো মন-পাখি নিখোঁজ।
পালক বার্তা পেয়ে মায়ের,
ছলকে গেলো আঁখি।
রাখলো তারে বইয়ের পাতায়,
নিরুদ্দেশ রইলো মন-পাখি।
তাং : ১৩.০৪.২০১৯