"হ্যালো! হ্যাল্লোও! হ্যালু!! হালো....
কেমন আছো?"..
প্রায় পাঁচ ছয় রকম করে,
গত এক সপ্তাহ ধরে,
অনুশীলন চলছে নমিতার।
অবশেষে, এক রোববার রাতে,
মন কে আশার বুঝ দিয়ে,
ডায়াল করে দশটা অতি পরিচিত নাম্বার।
রিং হচ্ছে, হ্যাঁঁ, এখুনি হয়তো সে ফোন তুলবে। হ্যাঁ, এখুনি হয়তো বলবে,
"নমিতা, প্লিজ্ চলে এসো"।
ওপার থেকে কন্ঠস্বর পাওয়া গেলো,
স্বপ্ন ভাঙ্গলো নমিতার।
স্বাভাবিক স্বর শুনতে পেলো সে,
"হ্যালো! কে বলছেন?"
ফোন কেটে দেয় নমিতা।
একটা শক্ত পাথর কন্ঠনালী রূদ্ধ করে আছে।
সর্বকালের চেনা ফোন নম্বর,
অতি সহজেই অচেনা হয়েছে তার কাছে,
যার কাছে আশা ছিল চিরজীবনের।
ক্রমশ...