আমার ইচ্ছে হয় কচুবন হয়ে যেতে,
পড়ে থাকবো একখানে।
কেউ ভালো বলবে না,
মন্দ বলার জন্য জহুরির দৃষ্টি নিয়ে
কেউ তাকিয়ে দেখবে না।
আবার কখনো মনে হয়,
ফড়িং হয়ে যাই,
বৃষ্টির পরে রোদ উঠলে,
উড়তে থাকবো এদিক সেদিক।
কেউ বলবে না, 'ফড়িং টা কি বেহায়ার মতো উড়ে বেড়াচ্ছে!'
বাড়ি ফেরার জন্য ফোন করবে না কেউ।
এসব ভাবলেও, বাস্তবে
আমরা সবাই ঘুড়ি হতে চাই।
যার সুতো-লাটাই অন্যের হাতে ধরিয়ে দিয়ে,
জোর করে, জোর দিয়ে বলতে চাই,
'আমি ইচ্ছে ঘুড়ি।'