ফুটপাথের ধারে ধারে
প্রকৃতির বিছানায়,
যানজটের শব্দের ও-পারে,
শুয়ে থাকে শান্তির ঘুম।
অট্টালিকার চার দেওয়াল,
কারুকর্যময়তা,
শীতোষ্ণ আবহাওয়া, সুগন্ধী ফুল,
শেখেনি এখনো ঘুমপাড়ানিয়া গান।
ঘুমহীন চোখ দেখতে পায়,
ছেলেবেলা; ঘুম কাহিনী।
"আয় ঘুম, আয় ঘুম" ডাক,
শিয়রে মা, দিদিমার আলতো নরম হাত।
ঘুমপাড়ানি মাসি পিসিরা আজও
ঘোরে,
ফুটপাথের ধারে ধারে।
তাদের বসবাসে একপাড়া ঘুম।
অট্টালিকার মানুষ ঘুম-ঋণ চায়
টাকা দিয়ে কিনতে চায়,
বিছানার নরম উষ্ণতা...
তবু ঘুম আসে না।
ফুটপাথের মানুষকে দেখে ঈর্ষান্বিত হয়।
বোঝে না, বিছানার ভাগ নয়
বুকে সহৃদয়তার উষ্ণতা চাই।
বোঝে না,
ঘুমপাড়ানিদের কিনলেই তারা গান গায় না,
ফুটপাথের ধারে প্রতি সকালের অবিশ্বাস‍্য জীবনের বিশ্বাসে তাদের গান আসে।