ইতিহাসের পাতায় ভরা,
আপামরের হয় জন্ম-জরা,
একভাবে সেই বর্তমান গড়া,
শুধু করি সময় অপচয়,
কূটনীতি ভরা রাজনীতি,
হেঁকে বলি "ন্যায় হোক",
গেয়ে চলি উন্নতির গীতি।
এক আসে আরেক যায়,
ভাবি বসে এই বুঝি তায়,
ঘুঁঁচবে বুঝি দীনের দুখ,
সর্বহারারা পাবে যে সুখ,
কিন্তু সবার এক-ই গত্,
ভুল হলে বুঝি দেবে নাকখত।
রাজার নীতি এখনো চলে,
সরল মানুষ কথায় ভোলে।
"প্রজার তন্ত্র" কথার মানে,
আসলে তো রাজা-রাণীরা জানে।
যত বেশী উঠতে যাবে,
ততই বেশী ফাঁসবে জালে।
রাজা,মন্ত্রী, সেনা, হাতী,
বুঝবে, চলে দাবার চালে।