অভিব্যক্তিহীন ধ্বনিগুলির মালা গেঁথে
মাতৃকন্ঠে উচ্চারিত হয়,
স্নেহময় যে ভাষা।
নবজাতকের শ্রবণে প্রথম বাণী,
লালিত হয়,
জাগ্রিত করে তার আশা।
পৃথিবীতে যা কিছু অচেনা, অজানা
বোঝায় তারে,
শেখায় ভালো বাসা।
ধ্বনির সে মালা হৃদয়ের অনুরাগ
ভুলবে তারে, বলবে না!
এ নির্দেশ ছিলো সর্বনাশা!
ভাষার মর্ম বুঝেছিলো,
তাই মর্যাদা দিতে যুঝেছিলো
বাংলার কতো বীর,
আর প্রাণ দিয়েছিলো নারী।
মাতৃসম মাতৃভাষার তরে,
চিরপ্রজ্জ্বলিত দীপের মতো দিন
বাহান্ন সালের, একুশে ফেব্রুয়ারি।