আমি যে কিছু চাই নি তা নয়,
মুখ ফুটে নয়।  

বরং স্তব্ধ থেকে চেয়েছি,
ফুলে ফুলে ওড়া রঙিন প্রজাপতি মন,
ঝক ঝকে সোনালী রোদের তেজ,
আর লেবু ফুলের সুবাসে ভরা দমকা হওয়ার মতো ভালোবাসা।

ভোগ করতেও চেয়েছিলাম; আনন্দ।
একটা পুতুল আর একটা সাইকেল-এর মত।
চেয়ে দেখলাম চেহারার রং বদল, মনের সংশয়।

যত দেখি, তত চাওয়ার ইচ্ছে কমতে থাকে
কিছু চাই না।  
যেভাবে এসেছিলো, সেভাবেই ঠিক একদিন চলে যাবে সব
ফুরোবে ঠিক। সমস্ত আশার হিসাব নিকাশ  
নিশ্চিহ্ন হবে।  
পড়ে থাকবে শুধু পরের প্রজন্মে,
আমার বিচিত্র কিছু অভ্যাস।

#অম্বিকা_ভান্ডারী