বুনন
আমি শব্দ বুনি। অগোছালো।
কেউ বোনে সংসার, ভবিষ্যৎ সঞ্চয়
কেউ দেখো গাঁথে মালা,
কারো বা তুলির টান লাগে ভালো।
দেখেছি মাছের জাল, তাঁতি, শাড়ী, কম্বল।
তিলে তিলে গড়ে ওঠা শহরের বুকে আজ,
মানুষের জঙ্গল।
আমি বুনি শব্দ । অগোছালো এলোমেলো।
দুটো কোষ বুনছে দেখো পুরো এক মানব শরীর।
সেই শরীরে বুনছি খেয়াল।
চলছে ধারা।
বলছে যেন, সামনে চলো।
আমি শব্দ বুনি। অগোছালো এলোমেলো।
ছন্দহীন।
এভাবেই বুনছি সাধ, আর গুনছি দিন।
কারো বোনা সহজ, কেউ গড়ে জাদু ঘর
বুননের মায়াজালে চলছি জীবনভর।