আমি আমিই। এই কথা নয়তো সাদামাটা।
তাই আমি বাঙালির জন্য অবাঙালি।
আর অবাঙালির জন্য বাঙালি।  
আমি অকবির কাছে কবি। আর কবির কাছে নস্যি।
আমি ফুলের কাছে ভ্রমর। আর ভ্রমর জানে কাঁটা।  

আমি আমিই। এতো সহজ কথা কি কেউ মানে ?
তাই আমি ক্ষুদ্রের কাছে অতি ক্ষুদ্র। মহতের কাছে নত।
দুঃখীর জন্যে সুখী। আর সুখী কে দেখাই আমার ক্ষত।
আমি হিসাবীর কাছে বেহিসাব। আর বেহিসাবির হিসাব আমার কাছে।  
আমি তো আমিই। আমাকে সবাই তাদের মতো করে জানে।