প্রথম শব্দ, প্রথম স্পর্শ , প্রথম সূর্য্য কিরণ,
গর্ভ হতে, ধরার বুকে যখন প্রথম আগমন;
বসুন্ধরার জ্ঞানের ঝুলি, প্রাচুর্যে-তে ভরা,
শিখছিলাম তখন মুহুর্মুহু, ছিলো ভীষণ ত্বরা।
অভিজ্ঞতার অপার ভিড়ে, সঠিক পথ ছিলো অচেনা,
ভালো মন্দ, দোষ আর গুণের হিসাব ছিলো অজানা।
মাঝদরিয়ায় ভাসতে শেখান, সেই তো আসল রক্ষক,
সঠিক পথে চলতে শেখান, আমাদের শিক্ষক।
প্রথম অক্ষর, প্রথম পাঠ , পাঠের অনুশীলন,
শিক্ষক-ই শেখান মোদের, কৌশল ও বিদ্যার যতন।
তিনিই বোঝান, এ জীবনের পথ হবে যে বাঁকা,
রপ্ত হয়ে প্রস্তুত হও, জীবনে প্রতি পদে পরীক্ষা।
উত্তীর্ণ হতে, এগিয়ে যেতে অনুপ্রেরণা যুগিয়ে চলেন,
ছাত্রদেরকে করতে বড়ো, তিনি নিজের চিন্তা ভোলেন।
জ্ঞানসাগরে নৌকা ভাসায়, সেই তো আসল রক্ষক,
মহিমা তাদের ভুলো না যেন, তারা আমাদের শিক্ষক।
সকল শিক্ষক-শিক্ষিকাদের জানাই শুভেচ্ছা ও শুভকামনা। ভালো থাকুন।