শ্রাবনের মেঘ ভাসে চোখের ভিতর
বৃষ্টি ভেজাই পাতা, নয়ন  বিভোর !

বসন্ত নামে নি মন উঠানে
ফোটে নি তো  ফুল বৃক্ষ ডালে !

মাঝ রাতে ঘুম ভেঙে যায়
তোমাকে মনে পরে, বুক ফাটে  বেদনায় !

স্মৃতিতে স্মৃতিতে ছিলো  স্বপ্ন কত
সব ই হারিয়েছে, শুধু  জমেছে ক্ষত !

আঁধার নামে রোজ দিনবসরে
আলোকের দেখা নেয় এই আসরে !

মনে পরে যায় তোমায়, ভুলতে না পারি
মনে পরে যায় তোমায়, বলো কি করি?