তোর আশায় থাকি বসে
দিই রাতপাহারা
তুই ছাড়া শুন্য এ বুক
তুই - ই সাহারা !

আমার এই মন জুড়ে
তোর আসা যাওয়া
হৃদয় টাতে দিবানিশি
তোকে কাছে পাওয়া !

অনেক দামি তোর হাসি
তোর বলা কথা
স্বপ্নগুলো তোকেই ঘিরে
ভাবনাগুলো গাঁথা !

কি করে থাকবো দূরে
তোকে ছাড়া বল
তুই আমার প্রথম প্রেম
আমার শেষ সম্বল !