কিসের বাঁধা নিষেধ?
সহজ ভাবে বলতে পারো,
থাকতে যদি নাই বা পারো

শুধু শুধু কেন রাখো দোটানায়?
মুখের ওপর বলেই দাও-
'ভালো লাগে না আর তোমায়'l

মিছিমিছি ভালোবাসার অভিনয়!
কি লাভ?
চোখ তো সব সত্য কথা কয় ll

নাটকমঞ্চ বানিয়ো না আর
জীবনটা বড়ই ছোট!
এই আছি এই নেই আবার।

বলে দাও, যা কিছু সত্য আছে
জীবন তো থেমে থাকে না।
খুঁজে নেয় নতুন পরিচয়
নতুনত্বে বাঁচে ll