ভালোবাসতে ব্যাস্ততা শব্দ টা বড্ডো বেমানান l

যেখানে ভালোবাসা গভীর
সেখানে সময়ের সীমা রোজ পার করা যায় !

নিয়ম করে খোঁজ নেওয়ার দরকার হয়না
মন খুঁজতে থাকে !

ভালোবাসা সমুদ্রের সমান হলে
চব্বিশ ঘন্টার ঘড়িটা সেই সমুদ্রের নিমেষে হারিয়ে যায় !

সকাল দুপুর বিকাল রাত
সব তো একটা নাম
সময় যেখানে বয়ে যায়

সময়ের অজুহাতে পৃষ্টে থাকে রোজ ll