এলোমেলো জীবন টা যতবার ই
সাজাতে চাই-

ভাবি সব গুছিয়ে নিয়েছি,

দমকা হাওয়া ঝাপ্টে আসে
আবারো সব এলোমেলো হয়ে যায় !!

সমস্যার পাহাড় সামনে এসে দাঁড়ায়
কুয়াশাতে ভরা আকাশ
কিছু খুঁজে পাইনা!

যতই ভাবি ঠিক হয়ে যাবে
হয়না !
তছনছ হয়ে যায় কোনো না কোনো কারণে l

ভালোবাসায় ফাটল ধরেছে
ভুল বোঝাবুঝির মেলা
সম্পর্কে টানাপোড়েন কখনো বা কেরিয়ার
হতাশার পিছুটান ll