নাগরিক গোধূলিকে গ্রাস করেছে
একরাশ সন্ধ্যা ,
অনুভূতি গুলির ছায়া পরেছে
শহরের দেওয়ালে
চাঁদের আলো পেয়ে ;
উজ্জ্বলতায় ঘুরে বেড়াচ্ছে গল্প কথা
শূন্যতায় দাড়িয়ে আমি-
নীল হলুদ খাম হাতে।
বিষাদ ছুঁয়েছে হৃদয়,
ভেজা শিশিরে খুঁজে পায় একছটা আলো
অনুভূতিরা আঁচর কাটে ঝলসানো রাতে।
ঝি ঝি পোকার মিছিলে
কথকতা মুখ লোকায়!
জোৎন্সার জলচ্ছবি বিছানা ভেজায়
সময়ের স্রোতে ভেসে চলি,
খামে থাকা শব্দ-বোঝে না কেউ!!