সকাল হতে সন্ধ্যা
আমি খুঁজে চলেছি মানবিকতা কে
বিশ্বের সমস্ত মানুষদের উদ্দেশে বলছি-
যদি খুঁজে পাও তাকে
একটি বার আসতে বলো!
হয়তো কোথাও নিদ্রিত গিয়েছে
ক্লান্ত হয় তো সেও।
যেমন ভাবে আমি ক্লান্ত হয়ে পড়েছি;
যেমন ভাবে নববধূ,শিশুকন্যা ,যুবতী কিংবা বৃদ্ধা!
বৌদ্ধের বাণী অচেনা হয়ে উঠেছে
হারিয়ে গেছে শান্তি -শৃঙ্খলা
মানবতাকে দেখতে পেলে
বলো-জেগে ওঠো মানবিকতা ।।