তুমি আমার নীলকন্ঠ পাখি
গোপন সুখে বহু যতনে তোমায় রাখি।

তুমি আমার ঝলসে ওঠা ভিতর
তোমার কাছে যাবো বলে কাঁদে অন্তর।

তুমি আমার প্রখর রৌদ্রে চশমার আড়াল
ঠোকরে ঠোকরে পূর্ণতা আসে,গভীর হয় খাল।

তুমি আমার চিলেকোঠার গোপন ভালোবাসা
নজরবন্দি বিন্দুতে প্রতি মুহূর্তে তোমার আসা।

আমার অবাধ্যতায়,দেওয়ালের আয়নাতে
অভিসারে যায় রোজ, তোমার হৃদয় পেতে।।