থাকত যদি ডানা
দিতাম তাকে মেলে
পাখিদের সাথে দল বাঁধতাম
ঐ আকাশের কোলে।

এদিক ওদিক ঘুরে বেড়াতাম
করত না কেউ মানা
মেঘের দেশে সকাল সাঁঝে
দিতাম আমি হানা।

সূর্যিমামার কাছে গিয়ে
বলতাম আমি,"ভাই!
এত আলো কোথায় পাও
আমারতো কই নাই!"

সন্ধ্যা হলে চাঁদের কাছে
খেতাম লুটোপুটি
দিন রাত্রি ভালোই কাটত
পেতাম কত ছুটি ।।