18/10/19

নিজের শরীরের দেওয়াল মাঝে
রেখেছিলো যারে
সেই আজ বৃদ্ধাশ্রমের
চার দেওয়াল গড়ে l

শক্ত হাতে, সারাদিন খেটে
করেছিল বড়ো
অশ্রুজলে, বৃদ্ধা বলে -
'ভগবান রেখো ভালো 'l

বুকভরা ব্যাথা, হাজারো জমা কথা
বয়স ছুঁয়েছে ষাটে
সাঁইত্রিশের সন্তান, প্রতিষ্ঠিত স্থান
দেখেনা মা কাঁদে l

গাছের ঝরে পাতার মতো
ঘর ছাড়া বৃদ্ধা
বুঝবে সন্তান সেইদিন
আলো মুছে নামবে যেদিন সন্ধ্যা ll