যুগ যুগ প্রতীক্ষায় থাকি
জন্ম হতে জন্মন্তর
কখন পরবে ঝড়ে শ্রাবন মেঘ
হতে বৃষ্টির ন্যায় কথাগুলি।

বাক্যের বারিবর্ষনের অপেক্ষা-
স্থিরমান দৃষ্টি,আপলোত আঁখি
দৃঢ় কর্ণপাতে!!

প্রতিটা দিনের সূচনা হতে রাত্রির
গভীর চেতনা পর্যন্ত।
যদি কভু আসে,নাম ধরে ডাকে!!

আসে না সে!
শ্রাবনের মেঘে খেলে চলে -
ঝলকানো বিদ্যুৎ
আমি তবু বুনে যাই স্বপ্নের জাল।

দিগন্তের পানে চেয়ে
উদভ্রান্তের মত হেঁটে চলি
এই বুঝি বৃষ্টি নামলো, এই বুঝি
কেউ ডাকলো-
ছায়া ছাড়া কেউ রয় না।

বিরহের সেতার বাজে বাতাসে
উতলাপ্রাণ!
বরনডালা সাজিয়েছি সযত্নে
বিস্তর মধুর-বিরহের কথামালায়।
কান পেতে রয়েছি পদধ্বনির অপেক্ষায়
মন বলে-আসবে সে!!