(কিছু কথা- এক কবিতা ২৭ জন বন্ধু আর বান্ধুবি নিয়ে লেখা, আমরা ২৭ জন বন্ধু সবাই অচেনা ছিলাম, ২০১২ তে, এক সাথে ৫টা বছর একসাথে চলার পর ২০১৭ তে আমাদের চলার পথ আলাদা হয়ে যাবে। এবার ছেড়ে যেত হবে। তাই স্মৃতির পাতায় তাদের কে মনে রেখে দিয়ার জন্য প্রতিজন নাম ব্যবহার করে, আমার মতো করে আবোলতাবোল কিছু, যত টা পারলাম লিখলাম।)
মাতিন বাবু শান্ত ছেলে খেলতে গেল মাঠে,
দেখতে পেল জাভেদ মিঞার বউটি ঝগড়া করে মিছে।
সা -রে -গা -মা -পা -ধা- নি- সা --- আঁ আঁ।
জেমস বাবু কমলালেবু ঘর বেঁধেছে পাশেই,
চোরটি আবার লুকিয়ে আছে তাম্মুর বাড়ির ধারে কাছেই।
সা -রে -গা -মা -পা -ধা- নি- সা --- আঁ আঁ।
আয়াত ভায়ার স্বপ্ন ছিল করবে একটি প্রেম, বলবো কি ভাই, পাঁচটি বছর চেয়ে থাকলো ইমাম মিঞার দিকে।
সা -রে -গা -মা -পা -ধা- নি- সা --- আঁ আঁ।
মিষ্টি মুখি রিঙ্কি ছুড়ির প্রেম জেগেছে রাতে,
চাঁদনি রাতে বর খুঁজবে নিশাত বেবির সাথে।
সা -রে -গা -মা -পা -ধা- নি- সা --- আঁ আঁ।
নার্গিস ছকরী বড্ড তেজি পড়তে বসে গভীর বেলায়, আবার অন্যদিকে
মোহমুদুল ভাইয়া বড্ড ভোলা চুপটি বসে থাকে।
সা -রে -গা -মা -পা -ধা- নি- সা --- আঁ আঁ।
পর্দার আড়ালে লুকিয়ে থাকা ওই মেয়েটি ভাই, নাম জেনেছি রুকসানা, বড্ড ভালো বন্ধু আছে তার, নামটি কি যেন --মমতা।
সা -রে -গা -মা -পা -ধা- নি- সা --- আঁ আঁ।
সবার আগে করলো বিয়ে জানলাম নারে ভাই,
কে সে কে সে, কে আবার, সে তো সবার প্রিয় শাহানাজ,
ওই দিকে তো মাসুদ বাছার চুলটি পাকো পাকো , তবুও সে মত্ত আছে পড়া পড়া খেলাই যত।
সা -রে -গা -মা -পা -ধা- নি- সা --- আঁ আঁ।
আলেয়া যাবে নদীর ধারে রাজপুত্রের খোঁজে,
স্বপ্নলোকে গান ধরেছে নায়েম মিঞা বটে।
সা -রে -গা -মা -পা -ধা- নি- সা --- আঁ আঁ।
প্রেমের ঝুলি ভর্তি করে প্রেম বিলিয়েছে ভাই,
ওইতো ওই ছেলেটা লম্বা করে সালাহুদ্দিন ভাই।
জিয়ারুল ভায়া প্রেমটা কি বুঝলো নারে ভাই,
কষ্ট হয় তাকিয়ে দেখে সেই যে প্রেম চাই।
সা -রে -গা -মা -পা -ধা- নি- সা --- আঁ আঁ।
গাছের উপর পাখির বাসা দিলুর আবার চওড়া
মাথা,
সুকুর বাবুর মিথ্যা কথায় ভুল ভেঙেছে আজ।
সা -রে -গা -মা -পা -ধা- নি- সা --- আঁ আঁ।
মেহেবুব ভাইয়া প্রেম হারিয়েছে বছর দুয়েক আগেই, তাই তো সে কষ্ট করে গান লিখেছে অনেক রাত্রি জেগেই।
মিষ্টি মেয়ে তান্নি যখন হাসে খিল খিল করে ভাই,
হাত গুলি সোজাগ থাকে মুখের ওপর তার।
সা -রে -গা -মা -পা -ধা- নি- সা --- আঁ আঁ।
বিদিশা নামক ওই মেয়েটি অনেক সহজ সরল সোজা, তাই জেমি চেঁচিয়ে বলে আমাদের বিদু সবার ভাল সবার সেরা।
সা -রে -গা -মা -পা -ধা- নি- সা --- আঁ আঁ।
হূমায়ুন, স্যাডি, সবার ভাল বন্ধু ছিল নজর দিয়ার মতো,
আর আমি ভোলা সবার চেলা, লিখছি যত আবোল তাবোল, সব যেন গল্প কথা, মনের মতোই সব কিছু যেন হ য ব র ল -- হা
হা হা হা হা।
সা -রে -গা -মা -পা -ধা- নি- সা --- আঁ আঁ।
_______________________________________
২৮/০৫/২০১৭. ২.২৭ পি এম।