~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
স্বপ্নগুলো একদা ফ্যাকাশে হয়,
ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখি--
আকাশের বিশালতা,
আর তাকে;
মনের আরশীতে চিরায়ত এক মায়াবতী।

সবাই শুধু পাহাড়ের উপরটা দেখে,
ভেতরটা ছুঁয়ে দেখার সাহস নেই,
আমারও নেই;
আর তাই তাকেই দেখি--
পূর্ণিমা চাঁদের বুকে, বিরহী রাতের ডানায়।

দূর সুদূরের অচিন পরীর মতো
সে উড়ে যায় শুধুই অজানায়,
আর আমি নিঃসঙ্গতায় --
বুকে চেপে ধরি,
ফেলে আসা দিনগুলোতে -- তার প্রিয়মুখ।

আজ সময়ের বাহনে দুদিকে ছুটছি --
সে আর আমি;
গন্তব্য এখনো জানি না,
তবে শুধু জানি --
আমাদের স্বপ্নের পৃথিবী এক ও একক।

৯ নভেম্বর ২০২০
ঢাকা।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~