~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
চোখের সামনে রক্তিম সূর্য
চলে গেল নীল সাগরে
তাজা স্বপ্ন
যেমনি হারায়
তেমনি চেয়ে দেখলাম তারে।
লজ্জায় লাল সে নির্বাক নিটোল
মধুর হাসি
ধূসর মরুর
বুকে যেমন এক ফোঁটা জল।
সাগর সৈকত আজ চাঁদনি চক
অজস্র ভীড়
বিদায় উৎসব
দূর সুদূরে উড়ে যায় ঐ গাঙচিল আর বক।
এত্তো মানুষ তবু এই চোখ থেমে থাকে
ঢেউহীন তটে
কেউ নেই, নেই কেউ
শুধু তারে দেখি আজ এই ভীড়ের ফাঁকে।
সূর্য, সাগর, সৈকত ও চর - সব একাকার
আমি নীরব
নিঃশব্দে চাই
মোর মনতলায় স্পর্শ তার, আরেকটি বার।
নেমে যাওয়ার আগে হাসে ঐ লাল সূর্য
যেমনি করে
চোখের পাতায়
ভাসে তার মুখ, অম্লান হাসি -- মোর ঐশ্বর্য।
৬ নভেম্বর ২০২০
ঢাকা
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~