~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খাব একদিন রাঙা চা
নীল পেয়ালায়।
যেখানে ভেসে থাকে ছবি
উপোস ঠোঁটের।
সেই তৃষ্ণার্ত ঠোঁটে
রেখে ক্ষুধার্ত মন।
অতঃপর ছুঁয়ে যায় শুধু
অনুভবে সারাক্ষণ।
রাঙা চায়ে চুৃুমুক দিয়ে
জ্বলে উঠে অনুরাগ।
ঠোঁটে ঠোঁট ছুঁয়ে যায়
যেন বিষাদের অগ্রভাগ।
রাঙা চা কখনো নীলবিষ
অন্তর পুড়ে ছারখার।
সত্যই, সুযোগ হলে খাব
সেই রাঙা চা আরেকবার।
৩ নভেম্বর ২০২০
ঢাকা।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~