মুক্তির স্লোগানে তুমি কই
সহস্র মুখের মাঝে কবি
তব অপেক্ষায় চেয়ে রই
খু্ঁজি নীরবে ঐ মুখচ্ছবি।
দেখো, মিছিলের আগেপিছে
শত সহস্র আনাড়ি মুখ
সজাগ কবিরা মিছেমিছে
বিজন প্রান্তরে খুঁজে সুখ।
কালো মেঘের ছায়ায় বসে
ভাবছো, বেঁচে গেছে তনু গা
মেঘ সরলে রৌদ্রে পুড়বে
সবুজ গাঁ, বাড়বে দগ্ধ ঘা।
পান্থ, পথ পানে পা বাড়াও
পাখির পাখে মুক্তির গান --
মায়ের ভাষায় লিখে দাও
মা যেন পায় এ ভূমে ত্রাণ।
কলমের মুখে ভাষা দাও
আগুন ঝরা শব্দের মিলে
নষ্টের মাস্কে শিখা জ্বালাও
রেখে হাত হাতে, দিল দিলে।
মুক্তির গানে সুর উঠাও
লাল কালিতে লিখো স্লোগান
সুপ্ত মায়ের ঘুম ভাঙাও
দেখে মরি, মুক্ত মাতৃপ্রাণ।
২০ অক্টোবর ২০২০
ঢাকা।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~