মেঘনা নদীর শান্ত জলে পা ফেলে
সেই যে বিকেলে সে হাত রাখলে হাতে
এরপর কতটা বছর কেটে গেলে
তাকে তো ভুলি নি। রেখেছি এ আঁখিপাতে।
আমি পরভৃত। বাঁধতে শিখি নি বাসা।
জন্মের দায়, তাই নিরবধি একা
ছাই ক্যানভাসে হরদম হেরি ভাসা --
মেঘনার তরি। অযথাই বেঁচে থাকা।
ইচ্ছে ছিল না। তাই হয় নি বুনন--
মায়ার বাঁধন, বিন্দুবিন্দু সুখ।
হাত দিয়েছিলে কিন্তু দেয় নি মন
বুঝি নি তা। তাই তো ছিলাম উন্মুখ।
আবার বিকেলে পাষাণী আসলে সেথা
খুলে দেখব বা দেখাব দগ্ধ দাগ
লোকে যাই বলে বলুক, বুকের ব্যথা --
কমবে না গো। না পেলে তার অনুরাগ।
১৮ অক্টোবর ২০২০
ঢাকা।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~