পারমিতা, কবিতার পাহাড়ে তোমার
মুখ - সুবর্ণ সবুজ শ্যামলিমা সুখ
নাফাখুমের মতন ঝরে পড়ে শুধু
মনের মাধুরী মিশিয়ে মনতলায়।
ঝর্ণার শব্দে ছন্দের দারুণ কবিতা
কানে বাজে অবিরাম, শুনছি একেলা
কার্তিকের রোদেলা আকাশ মোর সাথী
কোন সুদূরে বহতা তুমি ঝর্ণানদী।
স্বপ্নের পরীর মতো তুমি চলে আসো
রাতভর চলে কত শত খুনসুটি
বাহারি রঙের ডানা ডাকে ঝাউ বন
পাহাড়ি পথে পরীর সাথে কাটে রাত।
পিছল রাস্তায় হাঁটি দুর্গম অরণ্যে
শীতল ঝর্ণার বুকে হাসে পূর্ণ চাঁদ
মনের আরশিতে কী অপূর্ব নয়ন!
সেই নয়নে অভিরাম জলপ্রপাত।
শব্দ গাঁথি দুইহাতে বুকে অগ্নিঝড়
অব্দ কাটে যন্ত্রণায় শর্বরী দুর্মর
তবু পাহাড়ি সবুজে কাব্য কথা কয়
কভু সে কবিতা ভুলে যাওয়ার নয়।
২১ অক্টোবর ২০২০
ঢাকা।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~