জীবন-তরি বাহিয়া চলছি
জীবনের খেয়াঘাটে
কালের হাওয়ায় উড়ছে মন
দুরন্ত শৈশব পাঠে।

থমকে দাঁড়ায় না এই তরণি
না পেয়ে ঠিক-ঠিকানা
আজ না হোক কাল, অব্যর্থ
হবে, দুরন্ত এই সূচনা।

গাঙের ঢেউয়ে উতাল-পাতাল
অন্তরের ঢেউয়ে বাহানা
সাধনার-তরি সন্ধানে নিরবধি-
সুখের নিরাপদ নিশানা।

খেয়াঘাটে বসে ডাকে যদি কেউ
দুই 'হাত তুলিয়া নিরন্তর
তবুও তরি বহিছে সমুখে আজ,
মনে তো নেই ভাবান্তর।

সময়ের প্রবাহে সমুখে আগাই
সুখ-সাধনা পিছে ফেলে,
হয়তো বহু সত্য রইবে অব্যক্ত,
দুঃখ মোরে খাবে গিলে।

জগত জুড়িয়া মানুষ-অমানুষে
শত শত্রু-মিত্রতার ভীড়ে
আমার ভাঙা তরি বয়ে চলছে
ভিড়বে না আর তীরে।

৯ নভেম্বর ২০১৯
ঢাকা।