জীবন থেমে গেছে এখানে
যেখানে আছে সুখ
আছে অানন্দের ঢেউ
দেখে না তা কেউ
জানে না তা কেউ
বুঝে না তা কেউ।
এখানে আছে মায়া
পূর্ণিমা রাতের ছায়া
ডাহুকীর ডাক
বিমল চোখ
অনুরাগের গোধূলী,
যুগেযুগে হেসে উঠে --
হৃদয়ের নিঃসঙ্গতায়।

জীবন থমকে আছে এখানে;
যেখানে মধুর সুধা --
মৌচাক ভেঙে ফোঁটাফোঁটা ঝরে
নিরন্তর নীরবতায়।
আরশিতে তাকিয়ে
হো হো করে হেসে ওঠে প্রাণ,
অথচ, কেউ থাকে না
কেউ দেখে না
কেউ বুঝে না।
সব চাওয়া এখানে,
যেখানে আছে শান্তি
রাতদিন
সপ্তাহের সাতদিন
মাস বছর অমলিন।
কালোমেঘের মতো
ভেসে রয় বেদনা শত
তবু ঢের আনন্দমেলা
কেটে যায় সারাবেলা
দিনশেষে সব অনিমেষ।

এখানে জীবন বহতা নদী
নিরবধি
শুধু স্বপ্নের ক্যানভাসে
আঁকি সুখ যেন লিওনার্দো;
সব একাকার গোলার্ধ--
উত্তর কিংবা দক্ষিণ।
বুকে ব্যথা চিনচিন
কেটে যায় পান্ডুর দিন
তবু এখানেই থাকে --
যাপিত জীবন,
প্রত্যাশা আর প্রাপ্তির
বিস্তর ব্যবধান;
সত্যি, এখানে থেমে গেছে
প্রেমের মাল্যদান।

১৯ অক্টোবর ২০২০
ঢাকা
<><><><><><><><><><><><><><><><><><><>